শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রেনু মিয়াকে নবীগঞ্জ উপজেলার কান্দিগাও থেকে গ্রেফতার করে পুলিশ। রেনু মিয়া বানিয়াচং উপজেলার পুবঘর গ্রামের সুনু মিয়ার পুত্র।
জানা যায় ২০১৩ সালের একটি মাদক মামলার রায়ে আদালত ২০২২ সালে রেনু মিয়াকে ৬ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। একই সাথে ৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডও প্রদান করেন আদালত।
দীর্ঘদিন পলাতক থেকে একপর্যায়ে মাধবপুর উপজেলার ছাতিয়াইন রেলস্টেশন এলাকায় পরিচয় গোপন রেখে বিয়ে করেন রেনু মিয়া। সম্প্রতি নবীগঞ্জ উপজেলার কান্দিগাও গ্রামে আবারও বিয়ে করেন রেনু। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এএসআই আব্দুল হাকিম আজ সোমবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় রেনু মিয়াকে গ্রেফতার করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি বেনুকে নবীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।