1. admin@notunkurisylhet.com : notun :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

যমুন গ্রুপের প্রতিষ্ঠা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা

আমির হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৯২ বার পঠিত

আমির হোসেন : বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের প্রতিষ্ঠা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি আমৃত্যু কাজ করেছেন। দেশের মিডিয়া অঙ্গনে তিনি ছিলেন উজ্জল নক্ষত্র। যুগান্তর পত্রিকা প্রকাশ করে মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন।

তাঁর হাত ধরে প্রকাশিত যুগান্তর আজ দেশসেরা পত্রিকাগুলোর মধ্যে অন্যতম। তিনি যেমন মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিলেন, তেমনি দেশের অর্থনৈতিক মুক্তির জন্যও কাজ করেছেন।

তাঁর প্রতিষ্ঠিত অসংখ্য প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ কাজ করে জীবীকা নির্বাহ করছেন। শনিবার বেলা সাড় ১১ টার দিকে ঝালকাঠির নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত যুগান্তরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় এসব কথা বলেন বক্তারা। স্বজন সমাবেশের উদ্যোগে যুগান্তরের নলছিটি প্রতিনিধি মো. এনায়েত করিম এ অনুষ্ঠানের আয়োজন করেন।

স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান। বিশেষ অতিথি ছিলেন নলছিটি মুক্তিযুযোদ্ধা সংসদেও ডেপুটি কমান্ডার পৌর কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ ও  নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম আখতারুজ্জামান বাচ্চু। নলছিটি প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের নলছিটি প্রতিনিধি মো. এনায়েত করিমের সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবং স্বজন সমাবেশের সদস্য মিলন কান্তি দাসের সঞ্চালনায় এতে বক্তব্য দেন আমাদের পত্রিকার জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন মনু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মামুন তালুকদার, এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও স্বজন সমাবেশের সদস্য পারভেজ হোসেন হান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও স্বজন সমাবশের সদস্য ইউসুফ আলী তালুকদার, ৭১ টিভির উপজেলা প্রতিনিধি হাসান আরেফিন, ইত্তেফাক প্রতিনিধি শরীফুল ইসলাম পলাশ, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি মশিউর রহমান খান, যায়যায় দিন প্রতিনিধি মোস্তাািফজুর রহমান রিপন, সাংবাদিক আমির হোসেন, নাগরিক ভাবনা পত্রিকার প্রতিনিধি মাহাবুবুর রহমান তালুকদার, দক্ষিণাঞ্চল পত্রিকার প্রতিনিধি মশিউর রহমান রাসেল, ভোরের অঙ্গীকার পত্রিকার প্রতিনিধি শাকিল খলিফা, আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি মো. আমিন হোসেন।

স্মরণ সভা শেষে নুরুল ইসলামের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি ইসলামীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন।

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting