এম এ ওয়াহেদ লাখাই(হবিগঞ্জ) প্রতিনিধিঃ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় হবিগঞ্জ বার লাইব্রেরি হল রুমে আলহাজ্ব আব্দুল মোছাব্বির রনুর সভাপতিত্বে ও মাওলানা আশরাফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাফেজ মাওঃ ছিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দীন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমদ সোহেল, সেক্রেটারি আলহাজ্ব শামছুল হুদা সহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের দায়ীত্বশীল বৃন্দ।
সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব সামছুল আলম সাজু, সিনিয়র সহ-সভাপতি মুফতি সালেহ আহমেদ, সহ- সভাপতি আলহাজ্ব হাফেজ মাওঃ মুফতি বশির আহমেদ, সেক্রেটারি মাওঃ কারী শেখ সামছুল হক সহ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। পরে নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি হাফেজ মাওঃ ছিদ্দিকুর রহমান। এবং পরিশেষে দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।