লাখাইয়ে নিষিদ্ধ ট্রাক্টর দিয়ে সরকারী খাল থেকে মাটি উওোলন, সরকারী রাস্তার বেহালদশা
এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধি
-
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
-
২২৭
বার পঠিত
- এম এ ওয়াহেদ লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ লাখাইয়ে নিষিদ্ধ ঘোষিত ট্রাক্টরের বেপরোয়া চলাচলে সরকারি রাস্থার বেহাল অবস্থা। ফোঁসে উঠেছে গ্রামবাসী। খোঁজ নিয়ে জানা যায় গত সোমবার(৩০ জানুয়ারি) লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামে কতিপয় ব্যাক্তিগন একই গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে জিয়া উদ্দীন, মৃত হিরা মিয়ার ছেলে হেলিম মিয়া, মৃত মুক্ত হোসেনের ছেলে আনু মিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ট্রাক্টরের দ্বারা সরকারী রাস্তার বেহাল দশা ও জনচলাচল বিঘ্নিত হচ্ছে মর্মে অভিযোগ দায়ের করেছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে ধর্মপুর গ্রামের আশপাশে জমির টপ সয়েল মাটি খেটে কতিপয় ব্যাক্তির ডোবা, পুকুর, ও বাড়ী তৈরীর কাজে টপ সয়েল মাটি বহন করার ফলে সরকারী রাস্থা জনচলাচলের অনুপযোগী হয়ে পরেছে। এ ঘটনায় গ্রাম বাসীর পক্ষে ফারুখ মিয়া সহ ৬ জনে বাদী হয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করে। এ ঘটনায় গ্রামবাসী ফোঁসে উঠেছে যে কোন সময় দাঙ্গা হাঙ্গামা সৃস্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি। তাই উপজেলা কর্মকর্তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন
এই বিভাগের আরও খবর