শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বসতঘরের সামনে ল্যাট্রিনের ট্যাংকি স্থাপন করে একটি পরিবারের স্বাভাবিক জীবন অতিষ্ট করে তোলার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় উপায়ান্তর না দেখে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিকার চেয়ে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পারুল আক্তার।
অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার বুল্লা ইউনিয়নের পাটুলী গ্রামের পারুল আক্তারের বসত ঘরের সামনে ল্যাট্রিনের ট্যাংকি স্থাপন করেছেন একই বাড়ির বাসিন্দা সদাগর মিয়ার পুত্র সোহেল মিয়া।
ল্যাট্রিনের ট্যাংকি দূর্গন্ধে পারুল আক্তার ও তার পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছেন।দূর্গন্ধে পারুল আক্তারের ঘরে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সোহেল মিয়াকে ট্যাংকি নির্মানের বিষয়ে জিজ্ঞেস করলে ক্ষিপ্ত হয়ে পারুল আক্তারকে মারধর করতে উদ্যত হয় সোহেল।
ওয়ার্ড মেম্বার শফিক মিয়া ও সমাজের গণ্যমান্য ব্যক্তির কথায়ও কান দিচ্ছে না সোহেল মিয়া।এ অবস্থায় নিরূপায় হয়ে পারুল আক্তার উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিকার চেয়ে একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগ পাওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানকে ফোন করে এর একটা বিহিত করতে বলে দিয়েছেন। ইউএনও এসময় জানান তিনি এমন অভিযোগ তার কর্মজীবনে আর পাননি।
ওয়ার্ড মেম্বার শফিক মিয়া জানান,পারুল আক্তারের স্বামী ছুরুক মিয়া মালয়েশিয়া থাকেন। পারুল আক্তারের সাথে যা করা হয়েছে সেটা সম্পুর্ণ অমানবিক।চেয়ারম্যান আমাকে বিষয়টি সমাধান করতে উদ্যোগ নিতে বলেছেন।আমি এখন ঢাকায় আছি।দু-একদিনের মধ্যে বাড়ি ফিরে এসে বিষয়টির সমাধান দেবো।