তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে সোয়া চার লাখ চুরির কয়লা জব্দ করেছে তাহিরপুর থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও শুল্ক ষ্টেশন সংলগ্ন সংসার পাড়ের পাথর ঘাটা থেকে মালিকবিহিন অবস্থায় এসব চুরির কয়লা জব্দ করে পুলিশ।
জানাগেছে, উপজেলার বড়ছড়া-চারাগাঁও শুল্ক ষ্টেশন দিয়ে ভারত থেকে আমদানিকৃত কয়লা নৌ-পথে পরিবহনকালে কয়েকটি সংঘবদ্ধ চক্র কয়লা চুরি করে নিয়ে বিক্রি করছে এমন অভিযোগ উঠায় থানা পুলিশ মঙ্গলবার দিনভর বিশেষ অভিযানে নামে।
থানার ওসি সৈয়দ মো. ইফতেখার হোসেনের নেতৃত্বে পুলিশী বিশেষ অভিযান চলাকালে এলসি কৃত চুরির কয়লা ফেলে চোর চক্রের সদস্যরা চারাগাঁও শুল্ক ষ্টেশন সংলগ্ন সংসার পাড়ের পাথর ঘাটা থেকে সটকে পড়ে।, এরপর পুলিশ মালিকবিহিন অবস্থায় প্রায় সোয়া চার লাখ টাকা মুল্যের ২৮ মেট্রিক টন চুরির কয়লা জব্দ করেছে।
তাহিরপুর থানার এসআই আহমেদ আরেফিন জানান, জব্দ তালিকা প্রণয়ন করা হয়েছে আদালতে প্রতিবেদন পেশ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।