এম এ ওয়াহেদ লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ উপাধ্যক্ষ জালাল উদ্দীন রুমি (হবিগঞ্জ) সভাপতি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার (সিলেট) সাধারণ সম্পাদক, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ (মৌলভীবাজার) সাংগঠনিক সম্পাদক ও কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ (হবিগঞ্জ) কোষাধ্যক্ষ নির্বাচিত।
ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে মানবাধিকার ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক ২ দিনব্যাপী সিলেট বিভাগীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় সিলেট নগরীর মিরাবাজারস্থ সুপ্রিম হোটেলের কনফারেন্স রুমে ২২ ও ২৩ জানুয়ারী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি, নাগরিক উদ্যোগ ও বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির সিভিল সোসাইটি অর্গানাইজেশন’র নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, হিজরা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি মিলে মোট ২৫ জন অংশগ্রহণ করে প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণ শেষে ‘কাউকে বাদ দিয়ে নয়’ জোটের সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটিতে অন্তর্ভুক্তরা হলেন সভাপতি জালাল উদ্দীন রুমি, সহ-সভাপতি শিরিনা আক্তার ও খালেদ আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ছায়েদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুক্তা, কোষাধ্যক্ষ সৈয়দ মিজান উদ্দিন পলাশ, প্রচার সম্পাদক আব্দুল হালিম, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. শফিকুর রহমান চৌধুরী, এসএম আতাউল মোস্তফা সোহেল, নিয়াজ মোর্শেদ রাজু, নাসরিন ইসলাম হালিমা, আতাউর রহমান শামীম, শেখ নুরুল ইসলাম খালেদ, এমডি আব্দুল মাহিদ, সাধারণ সদস্য জুয়েল আহমেদ, মাইশা চৌধুরী, মহিবুর রহমান, মোতাহের হোসেন বিল্লাহ, রাজু গোয়ালা, সৈয়দ ইস্তাদুল পাবেল, এমডি মঈনুদ্দিন, সুবর্ণা হামিদ ও হ্যাপী দে।