বাহুবল প্রতিনিধি বাহুবলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমান করা হয়। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে বাহুবল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ১ ব্যাক্তিকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার অপররধে অপর ১ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মহুয়া শারমিন ফাতেমা।
অভিযানে সহযোগীতা করেন, বাহুবল মডেল থানার একটি টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে, বাহুবল উপজেলা প্রশাসন।