বাহুবল প্রতিনিধি: বাহুবল উপজেলার সদর ইউনিয়নের রামপুরে সরকারি রাস্তা ও কালভার্টের মুখ বন্ধ করে বসতভিটা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জনস্বার্থে রাস্তাটি দখলমুক্ত করতে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ হতে আবেদন করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে। তবে অভিযুক্ত ব্যক্তির দাবি তিনি রাস্তা খোলা রেখেই মাটি ভরাট করছেন।
অভিযোগে জানা যায়, রামপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে নুর মিয়া এলাকাবাসীর চলাচলের রাস্তা ও কালভার্টের মুখ বন্ধ করে বসতভিটা নির্মাণের জন্য মাটি ভরাট করছেন। এতে স্থানীয়ভাবে ভুক্তভোগীদের পক্ষ থেকে বাধা দিলেও নুর মিয়া তোয়াক্কা করছেন না।
এলাকাবাসীর মতে, মাটি ভরাট করে বসতভিটা নির্মাণ করা হলে রাস্তা দিয়ে জনগনের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটবে। জনভোগান্তির বিষয়টি আবেদনকারীরা নুর মিয়াকে অবগত করলে তিনি আরও বেপরোয়া আচরণ করেন এবং বসতবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে নুর মিয়া বলেন, রাস্তা খোলা রেখেই তিনি মাটি ভরাট করছেন।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি আবেদন দাখিল করা হয়েছে।