সৈকত আহমেদ বিশেষ প্রতিনিধিঃ সরকারের দেওয়া কঠোর লকডাউন এ প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে অসাধু মাছ ব্যবসায়ীরা বিক্রি করছে বিষাক্ত পিরানহা মাছ”
হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজারে ২৪ জুলাই বিকালে এই পিরানহা মাছ দেখতে পান বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বাসিন্দা সিনিয়র সাংবাদিক এ সাজিদুর রহমান, তিনি মাছ ব্যবসায়ীদের পরিচয় জানতে চাইলে সেখানে অন্য ব্যবসায়ীরা বলেন আর আমরা এই মাছ বিক্রি করব না,
বিগত কিছু পূর্বে বাহুবল উপজেলা প্রশাসন কয়েক মণ পিরানহা মাছ প্রকাশে পুরিয়ে ছিলেন, কিন্তু তাতেও অসাধু ব্যবসায়ীরা সর্তক না হয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে এই বিষাক্ত পিরানহা মাছ বিক্রি করে আসছে,
এতে করে সাধারণ মানুষেরা মৃত্যুর দিকে জোক্ছেন বলে ধারণা করছে সচেতন মহল।
সূত্র আরো জানায় যে ২৪ জুলাই বিকাল ৫ টায়
স্থানীয় মিরপুর বাজারে মাছ কিনতে যান আমাদের সাংবাদিক এম সাজিদুর রহমান, হঠাৎ নজরে পরে সেই মানুষ থেকো বিষাক্ত পিরানহা মাছ বিক্রি করছে সেলিম ও রাসেল নামের দুই মাছ ব্যবসায়ী, এ বিষয়ে প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছে বাহুবলের সর্বত্র জনসাধারণ।