সাগর আহমেদ ,বিশেষ প্রতিনিধি: বাহুবলের মানিকপুর গ্রামে সংঘর্ষে আহত আব্দুস সালাম নিহত হওয়ার ঘটনায় ঘটনাস্থল এলাকা পরিদর্শন করেছেন, বাহুবল-নবীগঞ্জ (সার্কেল) সহকারী পুলিশ সুপার মোঃ আবুল খয়ের। তিনি গতকাল শুক্রবার বিকেলে ৩টার দিকে মানিকপুর পরিদর্শন করেন।
এসময় ঘটনার সাথে জড়িতদের খোঁজে আইনের আওতায় আনতে এবং শান্তি শৃংখলা বজায় রাখতে নির্দেশ প্রদান করেন।
তিনি সাংবাদিকদের বলেন,টহলরত এসআই আল-আমিনকে ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তাকাজে সহায়তা করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য,বাড়ির রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে একই গ্রামের সফিক মিয়া ও ক্বারী আঃ গফুরের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত মহিলা সহ অর্ধশতাধিক লোক আহত হন।
এরমাঝে আব্দুস সালামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়িতে চলে আসার কদিন পর মৃত আলাল উদ্দিনের পুত্র আহত আব্দুস সালাম (৫৫) গত ২০ ডিসেম্বর সন্ধা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতেই মারা যান।