সাগর আহমেদ বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের মানিকপুরে রাস্তা নিয়ে সংঘর্ষে আহত আব্দুস সালাম (৫৫) নামে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠছে। নিহত ব্যক্তি মৃত আলাল উদ্দিনের পুত্র। আজ ২০ ডিসেম্বর সন্ধা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। জানা যায়,গত ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গ্রামের রাস্তা নিয়ে একই গ্রামের সফিক মিয়া ও আঃ গফুরের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।
আহতদের মাঝে আব্দুস সালামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা দেওয়ার পর বাড়িতে নিয়ে আসা হয়।
এমতাবস্থায় আজ ২০ ডিসেম্বর সন্ধা সাড়ে ৭টার দিকে বাড়িতে সে মারা যাওয়ার স্বজনেরা বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলেও নিহতের স্বজনেরা দাবী করছেন, মারামারির ঘটনায় সে মারা গিয়েছে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে বলে জানান। অপরদিকে,ওসি তদন্তের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ করা হয়নি।