সাগর আহমেদ বিশেষ প্রতিনিধি: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াছ আলীর একজন খাঠি ভক্ত তিনি। তিনি হচ্ছেন বাহুবল সদর ইউপি শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল আলম দরছ।
যিনি দিনে৩০ থেকে ৪০ কাপ চা,পান করতেন। যে দিন রাতে ইলিয়াছ ভাই নিখোজ হন সেদিন চা,পান করা অবস্থায় দরছ শুনতে পান ইলিয়াছ আলী গুম হয়েছেন।
তখনি হাত থেকে তিনি চায়ের কাপটি রেখে দিয়ে টিভির সামনে চলে যান প্রিয় নেতার খবর শুনার জন্য। তখন তিনি কসম খেয়ে বলেন যত দিন ইলিয়াছ ভাই বের হবেননা তত দিন আর তিনি চা,পান করবেননা।
আজও তিনি এক কাপ চা, কোথাও পান করেননি। বাহুবলের বিএনপি পরিবারের সকলেই জানেন তিনি চা,পান করেননা।
তিনি ইলিয়াস আলীর সন্ধ্যান কামনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।