লাখাই থানা সুত্রে জানা যায় বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) রাতে এস আই সাদরুল হাসান খান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে নারী শিশু নির্যাতন মামলার করাব গ্রামের কবির মিয়ার ছেলে শামীম মিয়া (৩০) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
অপর এক অভিযানে বৃহস্পতিবার দুপুরে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে জরুরী বিভাগে সন্দেহ ভাজন ২ নারী ঘোরাফেরা করতে দেখে লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগ থেকে সংবাদ প্রাপ্ত হয়, পরে এস আই সাদরুল হাসান খান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনা স্হলে পৌছে সন্দেহ ভাজন ২ নারী কে কাঃ বিঃ ১৫১ ধারায় আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত নারীরা হলেন মাধবপুর থানাধীন শাহজিবাজার এলাকার লিটন মিয়ার স্ত্রী মোছাঃ নাজমা বেগম ও মোঃ মোখলেছ মিয়ার স্ত্রী মোছাঃ জেসমিন বেগম(২০) দেরকে আটক করে থানায় নিয়েআসে। শুক্রবার (০২ ডিসেম্বর) আটককৃত আসামীদের কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে।
আসামীদের আটকের বিষয়টি লাখাই থানার অফিসার ইনচার্জ এম এন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।