হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ফুটপাত দখল ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল, অটোরিকশা চালানো এবং যত্রতত্র পার্কিংয়ের জন্য ৫ জনকে ২ হাজার ৪০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট চলাকালে পেশকার সাঈফুল ইসলাম ও শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।