গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ৪৮ জন ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান নির্বাচিত জন প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।
শপথ পাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, তামান্না আক্তার হেনা, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মামুন পারভেজ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান লেকমান হোসেন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, গোয়াইনঘাট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন প্রমুখ।
এছাড়াও নবনির্বাচিত ইউপি সদস্যদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য নাজমা আক্তার, ফখরুল ইসলাম, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল আহমদ, কামাল আহমেদ প্রমুখ।