শেখ জাহান রনি মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময়ে জাতীয় পার্টির কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ-সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আক্তার হোসেন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফকির মোঃকায়সারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ।
প্রধান উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাপা’র আহবায়ক এম এ মুনিম চৌধুরী বাবু (এমপি)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর মঞ্জু, জাপা’র কেন্দ্রীয় কমিটির ক্রিড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী, জাপা’র হবিগঞ্জ জেলার সদস্য সচিব হাজী জালাল উদ্দিন খাঁন,জাপা’র জেলা যুগ্ম আহবায়ক কদর আলী মোল্লা,জাতীয় সেচ্ছাসেবক পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন,যুব সংহতি জেলা শাখার আহবায়ক এড.শিবলী খায়ের,জাপা’র হবিগঞ্জ সদর উপজেলার আহব্বায়ক কাজল আহমেদ,জাপার মাধবপুর পৌর শাখার সভাপতি মোঃ বাশার মিয়া, সাধারন সম্পাদক হাবিব মিয়া, পৌর যুব সংহতির সভাপতি সৈয়দ মিয়া পাঠান,সাধারণ সম্পাদক সঞ্জিত রায়, উপজেলা জাতীয় ছাত্রসমাজ নেতা মোঃ হৃদয় শাহালম সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
বক্তব্যে নেতারা জাতীয় পার্টিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসার লক্ষ্যে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।পরে জাতীয় পার্টির দাপ্তরিক প্যাডের মাধ্যমে আক্তার হোসেন মনিরকে সভাপতি, ফকির মোঃকাউসার আহমেদকে সাধারন সম্পাদক ও রজব আলীকে সাংগঠনিক সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষনা করা হয়।