শেখ জাহান রনি মাধবপুর প্রতিনিধিঃ দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আয়োজনে মধ্য দিয়ে হবিগঞ্জের মাধবপুরে পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১২ ঘটিকায় মাধবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আয়োজনে অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মন্তোষ মল্লিকে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, থানা সেকেন্ড অফিসার রাজীব রায়।
অনুষ্ঠানে শুরুতে অতিথিবৃন্দের ফুল দিয়ে বরণ করা হয়। পরে জাতীয় সঙ্গীত, প্যারেড পরিদর্শ ও আকাশে কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিবৃন্দরা। এসময়ে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শংকর পাল চৌধুরী, সাংবাদিক শেখ জাহান রনি, নাহিদ হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাগন ও সহ গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।