এম এ ওয়াহেদ লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত ও জুয়ারী সহ ৪ জন কে পুলিশ গ্রেপ্তার করেছে।
রবিবার (১৩ নভেম্বর) ২২ ইংরেজি তারিখে দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত ও জুয়ারী সহ ৪জনকে গ্রেপ্তার করেছে লাখাই থানার পুলিশ। লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই থানার অফিসার্স ইনচার্জ এম এন মিয়ার দিকনির্দেশনায় এ এস আই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে চান মিয়ার ছেলে খোকন মিয়াকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে এবং অপর অভিযানে এস আই সাদরুল হাসান খান৷ গোপন সংবাদের ভিওিতে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে করাব ইউনিয়নের করাব গ্রামে ইচাই মিয়ার মনিহারি দোকানে অভিযান চালিয়ে মৃত নাগর আলী মুন্সির ছেলে ইচাই মিয়া (৫৫) শফিক উদ্দীনের ছেলে মোঃ শিমুল মিয়া (২৪) ও বদর উদ্দিনের ছেলে শফিক উদ্দীন (২৭) কে গ্রেপ্তার করে লাখাই থানায় নিয়ে আসে এবং গ্রেপ্তারকৃত ৩ জুয়ারীর বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারে ও জুয়া আইনে মামলার বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ এম এন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তার ও জুয়া আইনে মামলার বিষয়ে নিশ্চিত করেছেন।