শাহ মোহাম্মদ দুলাল আহমেদ বাহুবল থেকে: হবিগঞ্জের বাহুবলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মধ্যে বালাই নাশক কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ নভেম্বর ২২ ইং) দুপুর ১ ঘটিকায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলার ৭ টি ইউনিয়নের ৪৮ জন কৃষক- কৃষাণীর মধ্যে বালাই নাশক ঔষধ নগতদ অর্থ বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আওয়াল,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুল ইসলাম, এস,এ,পি, পি, ও সেলিম মিয়া,কৃষি উপ-সহকারী নিজাম উদ্দিন পাঠান। এছাড়া ও উপস্থিত ছিলেন বাহুবল উপজেলার বিশিষ্ট কৃষক মোঃ ইয়াকুত আলী প্রমুখ।