সাগর আহমেদ বিশেষ প্রতিনিধিঃ বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল বৈদ্য (৩৫) নামের এক ইলেক্ট্রিক মেচতুরীর মৃত্যুবরণ করেছে। সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার গোহারুয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ কাজ করতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে।
কাজল বৈদ্য উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জারিয়া গ্রামের কাছামন বৈদ্যের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,২১জুন সোমবার বিকালে উপজেলার গোহারুয়া গ্রামের ছোয়াব উল্লা মেম্বারের বাড়িতে বিদ্যুতের ওয়ারিং কাজ করছিল কাজল বৈদ্য। কাজ করার মাঝে সে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান কাজল বৈদ্যের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।