শেখ জাহান রনি মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন সরাসরি সেবা সংক্রান্ত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন।
সচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত এবং ভোগান্তিহীন দ্রুত জনসেবা প্রদানে কার্যকর পদক্ষেপ সমূহ তুলে ধরেন এবং কোনপ্রকার অনিয়ম ও ভোগান্তি হলে তাৎক্ষণিক আইনী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সরকারি সেবা বিষয়ক গণশুনানী কালে সেবা গ্রহীতা বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন।
এ গণশুনানিতে স্বাস্থ্য, মানসন্মত শিক্ষা, ভূমি, বাল্যবিবাহ, সম্প্রীতি সুরক্ষা, দ্রব্যমূল্য, সুপেয় পানি, দুর্ণীতি, সচ্ছতা ও জবাবদিহিতাসহ সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, যুবলীগের সভাপতি ফারুক পাঠান, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ এরশাদ আলী, পৌর কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, মাধবপুর বাজারের বয়বসায়ী মশিউর রহমান বাদশা, অজিত পাল, স্বপন রায় সহ অনেকেই।