নতুন কুড়িঁ সিলেট নিউজ রিপোর্টঃ মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) শুভ উদ্বোধন করেছেন।
এতে অন্যান্য এলাকার ন্যায় হবিগঞ্জের বাহুবল উপজেলা সভাকক্ষে উদ্বোধনী সভায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, আব্দুল হাই, প্রকল্প কর্মকর্তা আশিষ কুমার কর্মকার, চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত,ফেরদৌস আলম, মুক্তিযোদ্ধা আবুল হাশিম, সাংবাদিক নুরুল ইসলাম নুর ও সোহেল আহমেদ কুটি সহ সরকারি -বেসরকারি কর্মকর্তা,কর্মচারী প্রমুখ।
উদ্বোধনী সভায় বাহুবলের ৬০ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। এদিকে, এটি এক মহান কর্ম ও সত্যি অসাধারণ অভিজ্ঞতা হিসেবে নিজেকে গর্ববোধ প্রকাশ করছেন, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাহুবল-নবীগঞ্জ আসনের এমপি, গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ সকল চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, এসিল্যান্ড,পি আই, সাংবাদিক, সকল কর্মকর্তা ও জনগণের নিকট কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।