শেখ জাহান রনি মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুরে গ্রামের আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
মাধবপুর থানা পুলিশের তথ্য মতে জানা যায়, ২৪ অক্টোবর রাতে রসুলপুর গ্রামের রৌশন আলীর বসত বাড়ীতে ডাকাতি সংঘটিত হলে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু করা হয়।
ঘটনার মূল রহস্য উদঘাটন করার জন্য অজ্ঞাতনামা ডাকাতদের নাম ঠিকানা সংগ্রহ সহ গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সূত্রের ভিত্তিতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানাধীন ভাদুঘর এলাকা হইতে ঘটনায় জড়িত আসামী ভাদুঘর গ্রামের হানিফ ভুইয়ার পুত্র মোঃ তকদীর (২০),ফরিদ মিয়ার পুত্র হেলাল মিয়া(২৬)কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
ঘটনায় জড়িত অপর আসামী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের আব্দুল্লাহ’র পুত্র সজলকে বেজুড়া এলাকা হইতে গ্রেফতার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে।
ডাকাতির ঘটনার লুন্ঠিত নগদ টাকার ৫৪,৯০০ টাকা ও ডাকাতির দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামীদের নিকট হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত অপরাপর ডাকাতদের চিহ্নিত করা হয়েছে।পলাতক আসামি গ্রেফতার ও লুন্ঠিত অবশিষ্ট নগদ টাকাসহ স্বর্ণালংকার উদ্ধার অভিযান অব্যাহত আছে। আমাদের টিম রাত্র-দিন কাজ করছে পুরো বিষয়টি উদঘাটনের জন্য।