এম এ ওয়াহেদ লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লাখাই থানা সুত্রে জানা যায় ৩০ অক্টোবর রবিবার দিবাগত রাতে এস আই ফজলে রাব্বি সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মোড়াকরি গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে বেলাল আহমেদ পিন্টু(৩৬) ও অপর অভিযানে এস আই জহির আলী সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ফুলবাড়ীয়া গ্রামের মৃত ছদর হোসেনের ছেলে আদর হোসেন(৫৬) কে তাদের বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে লাখাই থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে ৩১ অক্টোবর সোমবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে।
আসামীদের গ্রেপ্তারের বিষয়ে লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।