চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা মিরাশী ইউনিয়নের দারগাও গ্রামে একই রাতে দুটি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করা হয়েছে। গত রবিবার গভীর রাতে কেবা কাহারা এই দুটি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করে নিয়ে যায়। দারগাও গ্রামের আব্দুর রহিম ও মাওলানা জহুরুল হোসাইনের খরিদকৃত দুটি ট্রান্সমিটার ছিল। দুটি ট্রান্সমিটারে ব্যবহৃত দুটি সেলু মেশিন দ্বারা কমপক্ষে ৭০ একর জমি ব্যুরো ধান চাষ করা যেত বলে জানান ট্রান্সমিটার মালিক আঃ রহিম ও মাওলানা জহুরুল হোসাইন। এ ব্যাপারে স্হানীয় মেম্বার ও চেয়ারম্যানদের অবগত করেছেন। উল্লেখ্য গত বছর ও আঃ রহিমের একটা ট্রান্সমিটার চুরি হয়েছিল।