এম এ ওয়াহেদ লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে আজদু মিয়া(৮০) ভিক্ষাবৃত্তিই তার জীবন সঙ্গী। খোঁজ নিয়ে জানা যায় আজদু মিয়া সরকারী ভাতা প্রতি বছর পেতেন ৪ হাজার টাকা।
হঠাৎ একদিন তার সাথে দেখা হলে তিনি জানান আমি একজন মাজুর মানুষ কাজ কর্ম করতে পারি না তাই বাধ্য হয়ে নিজের জীবন বাঁচানোর জন্য ভিক্ষা করে জীবন জীবিকা নির্বাহ করে অতি কষ্টে দিন যাপন করতেছি।
আজ তিন বছর যাবত মাসে ৩ শত টাকা সমাজ সেবা থেকে পাই তা দিয়ে আমার কিছুই হয় না তাই এই ভিক্ষাবৃত্তি ছাড়া উপায় নেই। তাকে জিজ্ঞাসা করা হলে তোমার নাম কি উওরে সে বলে আমার নাম আদদু।
স্পষ্ট করে তার নিজের নাম বলতে পারেনা। এক প্রশ্নের জবাবে বলে আগে বছরে ৪ হাজার পাইতাম এখন মাসে ৩ শ টাকা পাই।
এই টাকা দিয়ে এক সপ্তাহর খাবার খরচ কোন রকমে চালাই। তার আকুতি সরকার যদি আমাকে মাসে ৩ হাজার টাকা দিত তা হলে হয়তো কোন রখমে সুখ শান্তিতে বাকি জীবন কাটিয়ে দিতে পারতাম।