শেখ জাহান রনি মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ’র প্রাণ গেল।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৩:৩০ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলার রতনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় সিলেট গ্রামী একটি ট্রাক ওই পথচারী কে চাপা দিলে উল্লেখিত স্থানে প্রাণ হারায় অজ্ঞাতনামা বৃদ্ধ।
নিহত ওই অজ্ঞাতনামা বৃদ্ধ পথচারীর নাম ঠিকানা পাওয়া যায়নি তবে তার বয়স আনুমানিক ৫৫ বছর হবে বলে জানায় পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম ভুঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাতে রাখা হয়েছে।