স্টাফ রিপোর্টার: বাহুবলে গভীর রাতে বাসার গ্রীল কেটে গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলার বাহুবল উপজেলার রাসেল মিনি স্টেডিয়ামের পাশে মোঃ ইউছুফ মিয়ার বাসায়।
চোরেরা গোয়ালঘরে থাকা একটি গাভী নিয়ে যায়।
জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে ও-ই গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র পশু চিকিৎসক মোঃ ইউছুফ মিয়া সহ পরিবারের লোকজন ঘুমিয়ে যান। ও-ই রাতের যেকোন সময় দুর্বৃত্ত চোরেরা বাসার গেইটের গ্রীলে কেটে গরু চুরি করে নিয়ে যায়। মোঃ ইউছুফ মিয়া জানান, চুরি হওয়া গরুটি বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা হবে। এ ব্যপারে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে।