স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবল উপজেলার সীমান্তবর্তী নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে ট্রাক চাপায় তোফায়েল আহমেদ নামে এক হেলপার নিহত হয়েছে,ঘটনাটি ঘটেছে রবিবার ২৩ অক্টোবর বেলা ১ টার দিকে নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে।
জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের বাহুবল গ্রামের বাসিন্দা মোঃ আমির হামজা মিয়ার ছেলে মোঃ তোফায়েল আহমেদ(২১) দশকাহনিয়া গ্রামের শরিফ মিয়ার মালিকানাধীন ড্রাম ট্রাকে হেলপার হিসেবে কর্মরত ছিলো।
রবিবার বেলা দেড়টার দিকে নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে ট্রাকের মধ্যে একটু সমস্যা দেখা দিলে হেলপার তোফায়েল আহমেদ ট্রাকের নিচে গিয়ে কোথায়ও সমস্যা কি না তা দেখছিলেন।
এমতাবস্থায় ট্রাক চালক গাড়িটি ছেড়ে দিলে হেলপার তোফায়েল আহমেদ গুরুতর আহত হয়।
এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তোফায়েলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই মোঃ তাজুল ইসলাম।