1. admin@notunkurisylhet.com : notun :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের চাকরী নিতে কোটায় বাবা হলেন নি:সন্তান চাচা তাহিরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত নওগাঁতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আত্রাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি সাহাবুদ্দীন যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় চান্সপ্রাপ্তদের নিয়ে প্রি-ডিপার্চার সেশন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে বিএনপি ও সহযোগীসংগঠনের আনন্দ মিছিল জিয়া প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন ট্রেনে নিচে কাটা পরে বাবা মেয়ের মৃত্যু হাকালুকি ভিউ ও এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী’র বন্যায় ক্ষতিগ্রস্হ ১২ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ মাদক সম্রাট রাসেল’কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে বর্ডার গার্ড বিজিবি

কাগজের টোঙ্গায় পরিবেশন করা হচ্ছে খাবার” জনস্বাস্থ্য হুমকিতে

এম এ ওয়াহেদ লাখাই প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০৭ বার পঠিত

এম এ ওয়াহেদ লাখাই  প্রতিনিধিঃ হবিগঞ্জের  লাখাইয়ে হোটেল – রেস্তোরাঁয় এবং উন্মুক্ত খাবারের দোকানগুলোতে অপরিচ্ছন্ন কাগজ, কাগজের টোঙ্গা  ও ছাপানো এবং ফটোকপির পরিত্যক্ত কাগজে খাবার পরিবেশন করছে এক শ্রেনীর ব্যবসায়ী।

 

হোটেল – রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানীরা পরোটা,বাখরখানি রুটি,তন্দুররুটি, সমুচা, সিংগারা ঝালমুড়ি, মিহিদানা সহ বিভিন্ন ধরনের খাবার পরিত্যক্ত ময়লা কাগজ,কাগজের ঠোঙা, খবরের কাগজের টুকরো, ফটোকপির ফেলে দেয়া  কাগজে খাবার  পরিবেশন  করছে হরহামেশাই।

 

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে এধরণের খাবার পরিবেশন  চললেও সংসলিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে  যেন এ গুলো দেখার কেউ নেই। অস্বাস্থ্যকর  পরিবেশে খাবার পরিবশনের ফলে ক্রেতাসাধারন নানা ধরনের রোগ- ব্যধিতে আক্রান্ত  হচ্ছে।

 

সচেতনতার অভাবে  আক্রান্ত অনেকে বুঝতেই  পারছে না কেন রোগাক্রান্ত হচ্ছে।অপরিচ্ছন্ন এসব কাগজের ঠোঙ্গা ও কাগজে   মিশে থাকে  মানবদেহের  জন্য ক্ষতিকর উপাদান ধুলোবালি, বিভিন্নরকম রাসায়নিক উপাদান।

 

এ ধরনের ক্ষতিকর উপাদান মিশ্রিত খাবার  দীর্ঘ দিন গ্রহন করতে থাকলে মানবদেহে  নানা জটিল রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে।

 

সরজমিনে পরিদর্শনে দেখা যায় লাখাইর কালাউক বাজার, বুল্লাবাজার সহ বিভিন্ন হাট- বাজারের  হোটেল – রেস্তোরাঁয়  এবং প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক শ্রেনীর ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিকর কাগজে খাদ্য পন্য বিক্রি  করছে।পরিদর্শনে দেখা যায় অস্বাস্থ্যকর  উপায়ে তৈরী ও পরিবেশন করা খাদ্য পন্যে গ্রহন করছে কোমলমতি শিশুরা। তারা তা না বুঝে গিলছে।

 

এ বিষয়ে  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামানের সাথে আলাপকালে তিনি জানান  অপরিচ্ছন্ন কাগজে নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক মেলানো থাকে যেমন ছাপার কালি,ফটোকপির কালি যা মানবদেহের জন্যে  জটিলতা সৃষ্টি করে।দীর্ঘদিন এ ধরনের  খাবার  গ্রহণ করলে পাকস্থলীর পীড়া,কিডনি ও যকৃতের রোগ হতে পারে।

 

এমনকি ক্যান্সারের মতো মরন ব্যাধিতে আক্রান্ত  হওয়ার  ঝুঁকি  রয়েছে।

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting