1. admin@notunkurisylhet.com : notun :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাহুবলে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার যমুন গ্রুপের প্রতিষ্ঠা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা পোরশার নিতপুর সীমান্তে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বাহুবল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিনকে পুটিজুরী ইউ/পি চেয়ারম্যান এর বিদায় সংবর্ধনা বাহুবলে গলায় ফাঁস লাগিয়ে ৭২ বছর বয়সী বৃদ্ধর মৃত্যু। নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জেরে যুবক খুন, গ্রেপ্তার ১ অবশেষে উন্মক্ত হলো কপিলমুনি ধান্য চত্বর নওগাঁর পত্নীতলায় এক গরু ব্যাবসায়ীর আত্মহত্যা র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে . র‌্যাব মহাপরিচালক নলছিটিতে দিনব্যাপি পিএফজি’র কর্মশালা

লাখাইয়ে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ কৃষকগন ফলন নিয়ে শংখায়

এম এ ওয়াহেদ লাখাই প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৯২ বার পঠিত

এম এ ওয়াহেদ লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে।উপজেলায়  করাব,মুড়িয়াউক,মোড়াকড়ি ইউনিয়ন এর বিভিন্ন মাঠে মাজরা পোকার  আক্রমণ দেখা দিয়েছে।

 

চলতি বছর আবহাওয়া  অনুকূলে থাকায় আমনের চাষ হয়েছে  লক্ষমাত্রার চেয়েও অনেক বেশী।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় এ বছর রোপা আমনের চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৯৬০ হেক্টর। চাষ হয়েছে প্রায় ৪৫০০ হেক্টর।

 

অনুকূল আবহাওয়ায়  বাম্পার ফলনের সম্ভাবনা।এরই মধ্যে  করার  ইউনিয়নের রাঢ়িশাল,করাব,হোসেনপুর,বুল্লা ইউনিয়নের ভোমাপুর,মুড়িয়াউক এবং মোড়াকরি  ইউনিয়নের  কয়েকটি  মাঠে মাজরা পোকার আক্রমণ  দেখা দেওয়ায়  এ সকল এলাকার  কৃষকের  ফলন কমে যাওয়ার শংকায় রয়েছে।

 

উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের করাব মাঠ পরিধর্দেশনে দেখা যায় এ গ্রামের কৃষক শাহীন মিয়া তার জমিতে কীটনাশক স্প্রে করছেন।তার সাথে আলাপকালে তিনি জানান আমাদের মাঠের বেশীরভাগ জমিতে মাজরা পোকার আক্রমন দেখা দিয়েছে।

 

সমুহ ক্ষতি থেকে রক্ষায় কীট নাশক ছিটাচ্ছি।এ বিষয়ে উপসহকারি  কৃষি অফিসার  অমিত ভট্টাচার্য্য জানান মাজরা পোকার আক্রমণ  ঠেকাতে  রোপনের সাথে সাথে পারচিং পদ্ধতি  ব্যবহার করলে ভাল হতো।যেহেতু  আক্রমন শুরু হয়েছে এ অবস্থায়  কীটনাশক  ব্যবহার  করে হবে।তিনি আরও জানান ইতিমধ্যে ২০/২৫ হেক্টরের মতো জমিতে মাজরাপোকা আক্রমণ  করেছে  বলে মাঠ পর্যায়ে  পরিদর্শনে অনুমেয়।

 

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃশাকিল খন্দকার জানান লাখাইয়ে কয়েকটি  মাঠে  মাজরা পোকার আক্রমণ  হয়েছে।আমি ও আমাদের  উপসহকারী কৃষি অফিসার গন মাঠে পরিদর্শন করে কৃষকদের  প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি।

 

এ অবস্থায়  জমির পানি বের করে দিয়ে বিঘা প্রতি ৫ কেজি করে মিউরেট অব পটাশ( এম,ও,পি) প্রয়োগ করতে বলা হচ্ছে।প্রয়োজনীয় ক্ষেত্রে  কীটনাশক ভিরতাকো/ মিপসিন/ এসিমিক্স সকালে অথবা বিকালে স্প্রে  করার পরামর্শ  দেওয়া হচ্ছে।

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting