এম এ ওয়াহেদ লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলা বামৈ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্বরফপুর সেতুর সংযোগ সড়ক না থাকায় জনচলাচল বিঘ্নিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায় ঔ সেতুটি প্রায় ১২ বছর পূর্বে সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদের আমলে ঔসেতুটি নির্মাণ করা হয়েছিল।
তখনকার সময় থেকেই সংযোগ সড়ক না থাকায় যানচলাচল তো দূরের কথা জনসাধারণের চলাচল করতে নানা ভোগান্তিতে পরতে হচ্ছে ঔ ওয়ার্ডবাসি।
প্রতিদিন ঔ রাস্তা ও সেতু দিয়ে হাজারও মানুষ চলাচল করে থাকে। সরেজমিনে গিয়ে দেখা গেছে জনসাধারণ পায়ে হেটে যেন পাহাড়ের চুড়ায় উঠছে।
এ ব্যাপারে ৯ নং ওয়ার্ডের ছায়েদ মিয়া ও মহরম আলীসহ শতাধিক লোকজন জানান প্রতিনিয়ত ঔ রাস্তা দিয়ে চলাচলে নানা সমস্যায় পরতে হয়,
এ ছাড়াও বয়স্ক লোক চলাচল করা খুবই কষ্টকর। এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী প্রকৌশলী শাকিল আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান আগামী ২০২২ ও ২০২৩ অর্থ বছরে ঔ রাস্তা ও সেতুর কাজ করার পরিকল্পনা রয়েছে।