এফ আর হারিছ, বাহুবল থেকে: হবিগঞ্জের বাহুবলে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট – ৩ (এসজিএসপি) এর আওতায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টার দিকে দিনব্যাপী উপজেলা পরিষদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার এর উপ-পরিচালক বিজেন ব্যানার্জি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। এছড়াও উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও সচিবগণ উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।