বাহুবল হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে রাস্তা নিয়ে বিরোধে আয়েশা আক্তার পলি নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে শশুর বাড়ির লোকজন।
শুক্রবার সকাল ১০ টার দিকে গাজীপুর ইউপির জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা সৌদি প্রবাসী আক্তার মিয়ার স্ত্রী।
এদিকে, খবর পেয়ে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ও চুনারুঘাট থানার ওসি আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, শুক্রবার সকালে জারুলিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে মামুন মিয়া, গাবরু মিয়ার ছেলে মাসুক মিয়া, শেফা আক্তার ও তার স্বামী শামিম মিয়ার সঙ্গে একটি রাস্তায় চলাচল নিয়ে কথা কাটাকাটি হয় পলির।
এ সময় ওই চারজন উত্তেজিত হয়ে আয়েশা আক্তার পলির বসতঘরে ঢুকে হামলা চালায়। একপর্যায়ে তাকে গলা কেটে হত্যা করা হয়।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।