মোঃ মিজানুর রহমান(হবিগঞ্জ)চুনারুঘাটপ্রতিনিধি!!
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আজীম উদ্দিনের রাষ্ট্রীয় সম্মাননায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নিজ বাড়ী সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও থানা পুলিশের একটি টিমের উপস্থিত রাষ্ট্রীয় সালাম শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে ।
উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আজীম উদ্দিন (৬০) বার্ধক্য জনিত কারনে গতকাল বুধবার হবিগঞ্জ সদর হাসপাতালে সন্ধ্যায় মৃত্যু বরণ করেন বলে জানা যায়। (১৫ সেপ্টেম্বর)
বৃহস্প্রতিবার বিকাল ৪টায় রাষ্ট্রীয় সালাম শ্রদ্ধা নিবেদন প্রদানের মাধ্যমে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যু কালে চার সন্তানসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি সহ উপজেলা সাবেক কমান্ডার আব্দুস সামাদ প্রমুখ।