আজ মঙ্গলবার সকালে পুলিশ শাহজীবাজার গ্যাস ফিল্ডের একটি তেলের ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে।
তফছির মিয়া মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মোঃ জলিল মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, তফছির পেট্রোবাংলার হবিগঞ্জ গ্যাস ফিল্ডে কাজ করত।
গত ১১ সেপ্টেম্বর কাজে যাবার জন্য বাড়ি থেকে বের হয়। তারপরও আর সে বাড়ি ফিরেনি। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সকালে গ্যাস ফিল্ডের লোকজন একটি তেলের ট্যাংকে তফছির মিয়ার মৃতদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।তবে কি ভাবে তার মৃত্যু হল সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।