নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে জনপ্রিয় নতুন কুঁড়ি অনলাইন নিউজ পোর্টাল(২৪.কম)এর প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।রবিবার ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার সময় নতুন কুঁড়ি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ছাদিকুর রহমানের সভাপতিত্বে ও বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ আর হারিছ এর পরিচালনায় বাহুবল ভিতর বাজার ভাই ভাই সুপার মার্কেটে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং বাহুবল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী,৬নং মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শামীম আহমেদ, বাহুবল প্রেসক্লাব সভাপতি ও করাঙ্গী নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম,বাহুবল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, দপ্তর সম্পাদক এস এম টিপু সুলতান জাহাঙ্গীর, কে এম ফাউন্ডেশনের চেয়ারম্যান রহমত মুন্না,সাংবাদিক শাহ রাসেল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমেদ আবিদ ও শাহ জামাল আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পবিত্রকোনআন তেলাওয়াতের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়।
সভায় প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা নতুন কুঁড়ি অনলাইন নিউজ পোর্টালের সাফল্য কামনা করেন এবং নতুন কুঁড়ি অনলাইন নিউজের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।