এফ আর হারিছ, বাহুবল থেকে: ঢাকা সিলেট মহা সড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজার সংলগ্ন কালীবাড়ি নামক স্থানে দ্রুতগামী একটি এম্বুল্যান্স চাপায় কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী গুরতর আহত হয়েছে। আহত ছাত্রীকে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেটে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে। প্রত্যাক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর বাড়ি ফিরার পথে ঢাকা থেকে সিলেট গামী একটি দ্রুতগামী এম্বুল্যান্স স্থানীয় লামা পুটিজুরী গ্রামের রিপন মিয়ার কন্যা আফরিন আক্তার (১০) কে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ওই স্কুল ছাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনতা আহত স্কুল ছাত্রীকে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করা হয়।
এ সময় উত্তেজিত এলাকাবাসী প্রায় ৪০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী ও বাহুবল মডেল থানা পুলিশের প্রচেষ্টায় উত্তেজিত জনতাকে শান্ত করে মহা সড়ক অবরোধে তোলে যান বাহন চলাচলের সুযোগ দেয়া হয়।