1. admin@notunkurisylhet.com : notun :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাহুবলে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার যমুন গ্রুপের প্রতিষ্ঠা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা পোরশার নিতপুর সীমান্তে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বাহুবল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিনকে পুটিজুরী ইউ/পি চেয়ারম্যান এর বিদায় সংবর্ধনা বাহুবলে গলায় ফাঁস লাগিয়ে ৭২ বছর বয়সী বৃদ্ধর মৃত্যু। নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জেরে যুবক খুন, গ্রেপ্তার ১ অবশেষে উন্মক্ত হলো কপিলমুনি ধান্য চত্বর নওগাঁর পত্নীতলায় এক গরু ব্যাবসায়ীর আত্মহত্যা র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে . র‌্যাব মহাপরিচালক নলছিটিতে দিনব্যাপি পিএফজি’র কর্মশালা

বাহুবলের রূপাইছড়া রাবার বাগানের জায়গা নিয়ে শুনানী অনুষ্ঠিত “রাবার বাগানের দাবী করা জমির কোনো কাগজপত্র দেখাতে পারেনি বাগান কতৃপক্ষ

এফ আর হারিছ বাহুবল থেকে
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৭৯ বার পঠিত

এফ আর হারিছ বাহুবল থেকে: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরীতে অবস্থিত রূপাইছড়া রাবার বাগানের জায়গা নিয়ে জঠিলতা নিরসনে  পূর্ব নির্ধারিত শুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে বাহুবল উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রুহুল আমিনের কার্যালয়ে রূপাইছড়া রাবার বাগানের ব্যাবস্থাপক মোঃ মনিরুল ইসলাম ও পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলীর উপস্থিতেতে এ শুনানী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত শুনানীতে রাবার বাগানের দাবী করা জমির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বাগান কতৃপক্ষ।

 

জানা যায়, সম্প্রতি রূপাইছড়া রাবার বাগানের ববানপুর মৌজার ২৯৯,৩০০ ও ৩০১ নং  দাগের প্রায় সাড়ে ৭ একর জমি পুটিজুরী ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী জবর  দখল করেছেন বলে বাগানের ব্যাবস্থাপক মোঃ মনিরুল ইসলাম বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে গত গত ১৪ আগষ্ট উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রুহুল আমিন সরজমিন সরকারী সার্ভেয়ারসহ ঘটনাস্থলে গিয়ে জমির কিছু কাগজপত্র ও ম্যাপ দেখে জমিগুলো মোঃ মুদ্দত আলীর বলে প্রাথমিক একটি ধারনা দিয়ে আসেন।  বিষয়টি পরিস্কার করার জন্য  তিনি ৩ কার্য দিবসের মধ্যে বাগান কতৃপক্ষ ও পুটিজুরী ইউপি চেয়ারম্যানকে তার কার্যালয়ে প্রত্যেকের কাছে থাকা বৈধ কাগজপত্র নিয়ে  শুনানীতে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ দুপক্ষের উপস্থিতিতে এ শুনানী অনুষ্ঠিত হয়।

 

প্রায় ঘন্টাখানেক শুনানীতে পুটিজুরী ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী তার কাছে থাকা বৈধ  কাগজপত্র দেখালেও রূপাইছড়া রাবার বাগান কতৃপক্ষ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

 

এ বিষয়ে বাহুবল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ  রুহুল আমীন বলেন,  রূপাইছড়া রাবার বাগানের পক্ষে জবর দখলের যে  অভিযোগ আনা হয়েছে সে জমিগুলো রাবার বাগানের মর্মে কোনো কাগজপত্র বাগান কতৃপক্ষ শুনানী দেখাতে পারেনি। তাই সমস্যা নিরসনে  দুই পক্ষের আমিন নিয়ে জায়গার সীমানা নির্ধারণ করতে   উপস্থিত থাকার কথা বলা হলে  বাগান কতৃপক্ষ নানান টালবাহানা শুরু  করে। তারা  বলে আমরা বাগানের উর্ধতন কতৃপক্ষের সাথে আলাপ না করে কিছু বলতে পারব না। তিনি আরও জানান,  সরকারি ১নং খতিয়ানের জায়গায় আমাদের সার্ভেয়ার দ্বারা আমরা নির্ধারণ করে নেব। আমি সমস্যা নিরসনে  দুই পক্ষকে ডেকেছি, তবে বাগান  কতৃপক্ষের কাছ থেকে সার্ভেয়ারের বিষয়ে  তারা  কোনো উত্তর দিতে পারেনাই। তাছাড়া ববানপুর মৌজার উল্লেখিত দাগের জমিগুলো রাবার বাগানের কখনও ছিলনা  বলে তিনি জানিয়েছেন।

 

এ বিষয়ে রূপাইছড়া রাবার বাগানের ব্যাবস্থাপক মোঃ মনিরুল ইসলাম বলেন, জমিগুলো যেহেতু আমার ব্যাক্তিগত জমি না সে কারনে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবনা। এটা অফিসিয়াল কাজ অফিসিয়ালভাবেই সিদ্ধান্ত হবে। কাগজ পত্রের বিষয়ে তিনি বলেন, রিজার্ভ  ফরেস্টের জায়গার কাগজপত্র আর কি দেখাব, এটাতো সরকারী জায়গা। এটা এসিল্যান্ড এসে সীমানা নির্ধারণ করে জেলা প্রশাসককে রিপোর্ট দিবেন , তারপর জেলা প্রশাসক সিদ্ধান্ত দিলে আমাদের কোনো আপত্তি থাকলে আমরা সার্ভেয়ার নিয়ে জায়গাগুলো নির্ধারণ করবো।

 

পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী বলেন,  এ জমিগুলোর বৈধ কাগজপত্র আমার কাছে আছে। আমি কার কাছ থেকে ক্রয় করেছি, সে কার কাছ থেকে ক্রয় করেছে,  সব কাগজপত্র আমার রয়েছে । এখানে সীমানা নির্ধারণ করতে বাগানের পচন্দমত সার্ভেয়ার নিয়ে আসিলেও আমার কোনো আপত্তি নাই। কারন আমার বৈধভাবে ক্রয় করা জমিগুলোর সীমানা নির্ধারণ করতে আমি যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে রাজি।

 

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting