নতুন কুড়িঁ নিউজ: হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশের অভিযানে ৮০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার ৩০ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলির দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া চা বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
সকাল সাড়ে ১১ টার দিকে মাধবপুর থানাধীন ০৬ নং শাহজাহানপুর ইউপিস্থ তেলিয়াপাড়া চা-বাগানের নিকটবর্তী নতুনপাড়া এলাকা থেকে ৮০ বোতল ফেনসিডিল সহ তেলিয়াপাড়া চা বাগান নতুন পাড়ার নরেশ গোয়ালার ছেলে চন্দ্র গোয়ালা (৩৪) ও নৃপেন্দ্র তাঁতীর ছেলে খোকন পান তাঁতী ওরফে খোকা (৩০)কে গ্রেফতার করা হয়।
৮০ বোতল ফেনসিডিল (যার অনুমান মূল্য-১,৬০,০০০/- টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হবিগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে পুলিশকে তথ্য দিন, যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে সহায়তা করুন।( প্রচারে জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি)।