নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান চাপায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কান্দিগাঁও নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৫৫) ও তার ছেলে মোহাম্মদ আলী (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী তাঁর একমাত্র শিশু সন্তান মোহাম্মদ আলীকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি দোকানে যান। সেখানে তাকে বিস্কুট কিনে দেন।
এ সময় হঠাৎ শিশু মোহাম্মদ আলী দৌঁড়ে মহাসড়ক পারাপার হওয়ার চেষ্টা করে। তখন ছেলেকে বাঁচাতে দৌঁড়ে যান ইউসুফ আলী। এ সময় সিলেটগামী একটি দ্রতগতির পিকআপ ভ্যানের চাপায় শিশু মোহাম্মদ আলী মাথা থেঁতলে ঘটনাস্থলে মৃত্যু হয়।