নতুন কুড়িঁ নিউজঃ গতকাল মঙ্গলবার দুপুরে বাহুবল উপজেলার ১ নং স্নানঘাট ইউনিয়ন এর বিভিন্ন এলাকার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান ।এসময় তিনি কালাপুর আশ্রয়ণ প্রকল্পসহ অমৃতা গ্রামের পানি বন্দি পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শুকনো খাবার বিতরণ করেন। এ ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রফিকুল আলম, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান, স্নানঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, সাবেক চেয়ারম্যান ফেরদৌস আলম এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ সহ হবিগঞ্জ জেলার সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, পুটিজুরী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও তাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।