এফ আর হারিছ বাহুবলথেকেঃ বাহুবলে ২ দিন ব্যাপী ই- নামজারী, অনলাইন ভূমি উন্নয়ন কর এবং ভূমি ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি) এর সহযোগীতায়, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।
অনুষ্ঠানে প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) বিজেন ব্যানার্জী। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হুসেন, সাংবাদিক নুরুল ইসলাম নুর, নুরুল ইসলাম মনি, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুম, সৈয়দ আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে ঘরে বসে নিজে নিজেই কিভাবে জায়গা – জমির নামজাড়ী, খাজনা সহ সমস্ত কার্যক্রম কিভাবে সহজে সম্পন্ন করা যায় তার উপর বিস্তারিত আলোচনা করা হয়। ২ দিন ব্যাপী এ প্রশিক্ষনে স্কুল শিক্ষক, সাংবাদিক, পেশাজীবি, ব্যাবসায়ী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী – পেশার মানুষ অংশ গ্রহণ করেন।