নতুন কুড়িঁ নিউজঃ নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদ থেকে বানভাসি মানুষকে দেওয়ার জন্য পরিষদে রক্ষিত অবস্থা থেকেই ত্রাণ সামগ্রী চুরি হয়েছে বলে জানা যায়।
চুরিকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজির ৩০ টা,ডাল ১ কেজি ১৬ টা, লবন ১ কেজির ১৬ টা,ডাল ১ কেজির ১৬ টা, সোয়াবিন ১ লিটার ১৬ টা, চিনি ১ কেজি ১৬ টা,হলুদ ১০০ গ্রাম ১৬ টা,মরিচ ১০০ গ্রাম ১৬ টা,ধনিয়া ১০০ গ্রাম ১৬ টা।
মেন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু হাকিমকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি গত রাতে ত্রাণ সামগ্রীগুলো ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মুসা মিয়া ও ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তা মোঃ নাসিম মিয়ার তত্ত্বাবধানে রেখে গেলে আজ সকালে এসে ত্রাণ সামগ্রী কম দেখতে পেয়ে গণনা করলে কম পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে ইউ এন ও স্যারকে অবগত করা হলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তথ্য উদ্যোক্তা নাসিমের ষ্টুডিও থেকে চুরি করা সামগ্রী উদ্ধার করা হয়।
এ বিষয়ে চেয়ারম্যান আবু হাকিম আরো বলেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খালিয়াজুরী থানার উপপরিদর্শক বিপ্লব মোহন্ত জানান ২১ জুন( মঙ্গলবার) সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে স্থানীয় বাসিন্দা রাহাত চৌধূরী,আমজাদ হোসেন,ওলিউল্যাহ ও সজল দেবনাথের উপস্থিতিতে চুরি কৃত ত্রাণ সামগ্রী উদ্ধার করে নিজের হেফাজতে রাখেন।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম দৈনিক সকালের সময়কে বলেন তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হবে। তিনি আরও বলেন বানভাসি মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে যারা নয় ছয় করবে তাদেরকে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।