নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের ৫শতাধিক বন্যা কবলিত মানুষের মাঝে নিজ অর্থায়নে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন বাহুবলের মানবিক ডাক্তার আঃ রব শোভন।
২০ জুন সোমবার সুনামগঞ্জের কয়েকটি আশ্রয় কেন্দ্রে একদল স্বেচ্ছাসেবিদের নিয়ে বন্যা কবলিত মানুষের মধ্যে খাবার তুলে দেওয়া হয়।
খাবারের প্যাকেটে ছিল ছিড়া, গুড়, খাবার সেলাইন,ব্রেড, কলা, লাইটার,মোমবাতি, বিশুদ্ধ পানি।
স্থানীয় ইউ/পি চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিততে বিতরণের সার্বক্ষণিক সহযোগিতা করেন বাহুবল উপজেলার স্বেচ্ছাসেবী মোঃ মামুনুর রশিদ, আফজল হোসেন, হাবিবুর রহমান নোমান, মোঃ নুর উদ্দিন, রাহাদ, হামিদ, মুকিত, সোহাগ, সাকিব, পারভেজ প্রমূখ।
ডাক্তার শোভন নতুন কুঁড়ি সিলেট নিউজ কে মুঠোফোনে জানান, আমি এই দুঃসময়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি, আমি আমার নিজ অর্থায়নে পাঁচ শতাধিক লোকের মাঝে খাবার পৌঁছে দিয়েছি।পরবর্তীতে আরো দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন যাতে আমি মানুষের পাশে থেকে সেবা মুলক কাজ করে যেতে পারি।