সাগর আহমেদ বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শন ও বিভিন্ন বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া দুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান করেছেন হবিগজ্ঞের জেলা প্রশাসক ইশরাত জাহান।
তিনি ২০ জুন দুপুরে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যা দুর্গতদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী; উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন; সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।