টিপু সুলতান জাহাঙ্গীর : হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এর বাহুবল উপজেলা শাখার শ্রমিকদের উদ্যোগে সুনামগঞ্জের সদর উপজেলায় ১হাজার চারশত জন বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার বিতরন করেছে।
সোমবার বিকেলে সদর উপজেলার বিভিন্ন গ্রামের পানিতে নিমজ্বিত পরিবারের মধ্যে খাবার তুলে দেয়া হয়।
খাবারের প্যাকেটে ছিল ছিড়া, চিনি, মুড়ি, বিস্কুট মোমবাতি, পানি, কয়েল ও গ্যাসলাইট।
বাহুবল উপজেলা শ্রমিকদের আর্থিক সহযোগিতায় বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার তুলে দেয়া হয়।
শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দাল মিয়া, সাধারন সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় শুকনো খাবার বিতরন পোগ্রামে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য হাবিব মিয়া, আশিক, বিলাল, তাবিজ ফারুক, সেলিম, আরফান মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ।