এফ আর হারিছ বাহুবল থেকেঃ বাহুবল উপজেলার পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে সন্ধারাতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। সঙ্গবদ্ধ চোরেরা স্কুলের কম্পিউটার, অফিসের মোবাইল ফোন ও অনেক অফিসিয়ালী ডকুমেন্ট চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে।
জানা যায়, ঘটনার সময় স্কুলের পাহাড়াদার স্থানীয় বাগের খাল গ্রামের আব্দুল আউয়াল সাড়ে ৮ টার দিকে রাতের খাবার খাওয়ার জন্য তার বাড়িতে গেলে ওই সুযোগে একদল চোর স্কুলের বাউন্ডারী ডিঙ্গিয়ে এসে অফিস রোমের ৪ টি তালা ভেঙ্গে রোমের ভিতরে কয়েকটি আলমিরা ভেঙ্গে অনেক জরুরী ডকুমেন্ট নিয়ে যায়। খবর পেয়ে ঘটনার পর পরই ম্যানেজিং কমিটির সভাপতি, ম্যানেজিং কমিটির সকল সদস্য ও বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মুদ্দত আলী বলেন, আমার মনে হচ্ছে ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত। স্কুলটি কলেজে রূপান্তির করার অনেক ডকুমেন্ট স্কুলের আলমিরাতে রয়েছে, আর ওই ডকুমেন্টগুলো গায়েব করার জন্যই হয়তো চোরেরা এ চুরি সংঘটিত করেছে। তবে স্কুলের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী চিকিৎসার জন্য সিলেট থাকার কারনে চোরেরা কি কি ডকুমেন্ট নিয়েছে তা এখনো সঠিক বলা যাচ্ছে না।
প্রধান শিক্ষক স্কুলে আসার পর বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে আজ মঙ্গলবার বাহুবল মডেল থানায় মামলা করবেন বলে জানা গেছে।