নতুন কুড়িঁ নিউজঃ কুমিল্লার বাংগরা বাজার থানাধীন হায়দারাবাদ গ্রামে ৪ কেজি গাঁজাসহ দুই মহিলা মাদক কারবারি আটক।
বাঙ্গরা বাজার থানায় কর্মরত এসআই/কাজী মোঃ শাহনেওয়াজ সঙ্গীয় এ এসআই/বেলাল হোসেন, এ এসআই/আতাউর রহমান, এ এসআই/জুয়েল দে সহ ফোর্সদের সহযোগীতায় অদ্য ০২/০৬/২০২২ তারিখ দুপুর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন কড়ই বাড়ী-হায়দরাবাদ বাদামতলী সড়কে হায়দরাবাদ ইয়াকুব আলী ভূইয়ার মালিকানাধীন পুকুরের উত্তর পাড়ে পাকা রাস্তার উপর হইতে মহিলা মাদক ব্যবসায়ী, -১।
কমলা শান্তা (৩৮), পিতা- মৃত সন্তু মিয়া, স্বামী- রেজাউল করিম, মাতা- মৃত তাহেরা বেগম, সাং- শাহপুর, ০২। স্বপ্না আক্তার (১৯), (শারীরিক প্রতিবন্ধি), পিতা- মৃত লিটন মিয়া, মাতা- জাহানারা বেগম, সাং- শিমরাইল, সাতপাড়া উভয় থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে তাহাদের হেফাজতে থাকা ০৪ (চার) কেজি গাঁজাসহ হাতেনাতে ধৃত করেন।
এই সংক্রান্তে বাঙ্গরা বাজার থানার মামলা নং ১ তারিখ- ০২/০৬/২০২২ ইং ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১৯(ক) রুজু করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।